,

এইচ.এস.সি পরীক্ষায় নবীগঞ্জ কলেজের সাফল্য- ২টি জিপিএ ৫- পাসের হার ৭৬.৫৪%

স্টাফ রিপোর্টার ॥ গতকাল প্রকাশিত এইচ.এস.সি পরীার ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে নবীগঞ্জ কলেজ থেকে ৬৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮৬ জন কৃতকার্য হয়। পাসের হার ৭৬.৫৪%। বিজ্ঞান বিভাগে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন কৃতকার্য হয়। এই বিভাগ থেকে ২ জন জিপিএ ৫.০০ এবং ২৪টি ‘এ’ গ্রেড পেয়েছে। পাসের হার ৮৮.৮৯%। এই কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোঃ হাবিবুর রহমান এর মেয়ে নওশীন তাবাসসুম ইশরাত ও নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মুক্তিযোদ্ধা হায়দর আলী (মারাজ মিয়া) এর মেয়ে শিফা বেগম ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়। মানবিক শাখায় ৫০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮২ জন কৃতকার্য হয়। পাসের হার ৭৬.২৫%। এ বিভাগে ৮ জন ‘এ’ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ জন কৃতকার্য হয়। পাসের হার ৬৪.৫২%। এ বিভাগে ১জন ‘এ’ গ্রেড পেয়েছে। বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড এর অধীনে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৯৫.৪৫%। এ বিভাগে ‘এ’ গ্রেড পেয়েছে ১৬ জন।


     এই বিভাগের আরো খবর