,

একসঙ্গে পাস করলেন মা-ছেলে-খালা ও মা-মেয়ে

সময় ডেস্ক ॥ লেখাপড়ায় বয়স কোনো বাধা নয়, সেটিই প্রমাণ করলেন নাটোরের শাহনাজ বেগম ও মমতা হেনা এবং জয়পুরহাটের ইসমত আরা। শাহনাজ নিজের ছেলে ও চাচাতো বোন মমতা হেনার সঙ্গে এবার পাস করেছেন এইচএসসি। আর ইসমত আরা এইচএসসি পাস করেছেন নিজের মেয়ের সঙ্গে। দুটি পরিবারেই বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। নাটোর শহরের মল্লিকহাটি এলাকার শাহনাজ বেগম, তার ছেলে রাকিব আমিন ও চাচাতো বোন মমতা এবার এইচএসসি পরীক্ষা দেন। শাহনাজ নাটোর মহিলা কলেজ থেকে ও তার ছেলে রাকিব সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। গত রোববার দুপুর ২টার দিকে মা ও ছেলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল পেয়ে আনন্দে মেতে ওঠেন। আনন্দে মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষা পাস করার পর বিয়ে হয় শাহনাজের। এরপর আর লেখাপড়া করা হয়নি তার। বাবা ও স্বামীর সহযোগিতায় এবার পরীক্ষায় অংশ নেন তিনি। শহনাজ পান জিপিএ ৪.৮৩, আর তার ছেলে রাকিব আমিন পান ৩.৬৭। এদিকে শাহনাজের ফুফাতো বোন মমতা হেনাও শাহনাজের সঙ্গে একই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বোন ও ভাগ্নের চেয়ে ভালো ফল করেন। তিনি পেয়েছেন জিপিএ ৪.৮৮। ১৯৯৫ সালে এইচএসসি পরীক্ষা চলাবস্থায় তার সন্তান হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। তবে সেই সন্তানের উৎসাহে চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেন তিনি। আর দুই বোনকে লেখাপড়া চালিয়ে নিতে মহিলা কলেজের কম্পিউটার ট্রেডের সহকারী শিক্ষক কাউছার আলী ১৯৯৫ সালে নিজ কলেজে ভর্তি করিয়েছিলেন। কম্পিউটার ট্রেড থেকে দুই বোন পাস করেন। তাদের এই ফলে পরিবার ও শিক্ষকরা আনন্দিত। শাহনাজ এক ছেলে ও এক কন্যার জজনী। আর মমতা হেনা দুই কন্যার জননী। দুই বোনই চান লেখাপড়া চালিয়ে যেতে। আর তাদের দেখতে এলকাবাসী ভিড় করছেন বাড়িতে। এদিকে জয়পুরহাটে একসঙ্গে এইচএসসি পাস করেছেন মা ও মেয়ে যারা অষ্টম শ্রেণি থেকে একসঙ্গে লেখাপড়া করছেন। গতকাল রবিবার প্রকাশিত ফলে জয়পুরহাট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪ মেয়ে তানজিলা আফরিন ও পাঁচবিবি জেলার একটি কারিগরি কলেজ থেকে মা ইসমত আরা জিপিএ ৪ পেয়ে পাস করেছেন। জয়পুরহাট শহরের আদর্শপাড়া মহল্লার বাসিন্দা স্বেচ্ছা অবসরে যাওয়া জেলা জজ আদালতের সাবেক পেশকার জাহাঙ্গীর আলমের স্ত্রী ইসমত আরা ও তাদের মেয়ে তানজিলা আফরিন। মা-মেয়ের আরও ভালো ফলাফলের আশা করলেও হতাশ হননি জাহাঙ্গীর আলম।


     এই বিভাগের আরো খবর