,

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলার হাজিরা দিলেন মেয়র জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমানের আদালতে তারা হাজিরা দেন। আদালত মামলাটির শোনানী শেষে আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন এবং আসামী পরে আইনজীবি ছিলেন এডভোকেট ফজলুল হক আসপিয়া, এডভোকেট মল্লিক মইনউদ্দিন সুহেল, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরনুর আলী। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে প্রয়াত আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়াহিদ নামের নামের একজন নিহত হয়। পরে পুলিশের এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর ২০১৬ সালের ২০ জুলাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরীকে এই ঘটনায় দায়েরকৃত ২টি মামলায় শ্যোন এরেস্ট দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা। একই বছরের ২৭ নভেম্বর আদালতে এই মামলার চার্জশীট দাখিল করা হয়। একই দিন দুই মেয়রকে শ্যোন এরেস্ট দেখানো হয়। পরে উচ্চ আদালত থেকে এই দুই মামলায় মেয়র জি কে গউছ ও মেয়র আরিফুল হক চৌধুরী জামিন লাভ করেন।


     এই বিভাগের আরো খবর