,

নবীগঞ্জে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রির অভিযোগে অজিত রায় ড্রাগ হাউজসহ ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ শহরের ওসমানী সড়কস্থ ¯^নামধন্য অজিত রায় ড্রাগ হাউসসহ ২টি ফার্মেসীতে ঔষধের পেকেটে নির্ধারিত মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে আদায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে এবং অন্য একটি ডিপার্টমেন্টাল ষ্টোরকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অজিত রায় ড্রাগ হাউসকে ঔষধের পেকেটের নির্ধারিত মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে আদায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৬ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ওহি ফার্মেসীকে ৪ হাজার টাকা এবং মিষ্টির মধ্যে মাছি এবং ফ্রিজে ছত্রাক পরা খাবার বিক্রির অপরাধে আরজু ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উলে­খিত ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় একদল পুলিশ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরকে সার্বিক সহযোগীতা করেন নবীগঞ্জ থানার এস.আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ। অজিত রায় ড্রাগ হাউসে ঔষধের অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রির ঘটনা জানাজানি হলে নবীগঞ্জ শহরের সাধারণ মানুষের মধ্যে ¶োভের সঞ্চার হয়। জনৈক এক ঔষধ গ্রহিতা দুঃখ প্রকাশ করে বলেন, নবীগঞ্জের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে অজিত রায় ড্রাগ হাউজ থেকে সব সময় ঔষধ ক্রয় করে থাকি। কিন্তু আজ যে ঘটনাটি দেখতে পেলাম নবীগঞ্জের মানুষের জন্য লজ্জাজনক ঘটনা। একটি ¯^নাম ধন্য ব্যবসা প্রতিষ্ঠানের এ রকম ঘৃন্য কাজ খুবই দুঃখজনক।


     এই বিভাগের আরো খবর