,

এগিয়ে যাবার প্রত্যয়ে চুনারুঘাট সরকারী কলেজ

চুনারুঘাট প্রতিনিধি ॥ দীর্ঘকালীন স্থবিরতা ও পাঠহীনতা কাটিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে চুনারুঘাট সরকারী কলেজ। বন্ধ হয়ে যাবার উপক্রম থেকে উদ্ধার হয়েছে কলেজটি। দশ বছর ধরে চলমান বন্ধ্যাত্ব কাটিয়ে নতুন জোয়ারে ভাসছে চুনারুঘাট সরকারী কলেজ। মাত্র ৮জন শিক্ষকের জায়গায় এখন আছেন ১৯জন শিক্ষক। ১৯৯৫ সাল থেকে অনিয়মিত হয়ে পড়েছিল চুনারুঘাট সরকারী কলেজের শিক্ষা কার্যক্রম। দিনে দিনে উধাও হতে শুরু করছিল শিক্ষাবর্ষগুলো। বন্ধ ছিল স্নাতক শ্রেনিতে ভর্তি। কলেজ ক্যাম্পাস পরিণত হয়েছিল গোচারণ ভূমিতে। সন্ধ্যার পর অন্ধকারের সাথে নেমে আসত  অশরীরি ভূত-প্রেত। চুরি-ডাকাতি ও ছিনতাই এর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছিল অত্র কলেজের সন্মুখ সড়ক। অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন মিয়া কলেজের অফিস সহকারী কুতুবের যোগসাজশে কলেজটিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন। প্রশাসনিক দূর্নীতি পৌছেছিল চরম মাত্রায়। “বর্তমানে কলেজটিতে ফিরে আসে হারানো ঐতিহ্যে এবং এগিয়ে যাচ্ছে কাঙ্খিত লক্ষ্যে”- এমন মন্তব্য করেন কলেজের ছাত্রলীগ কর্মী ও দ্বিতীয় বর্ষের ছাত্র তোফায়েল আহমেদ সায়েম তালুকদার। সায়েম আরো বলেন, শিক্ষাহীন অবস্থায় আমরা ১ম বর্ষ কাটিয়েছি এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আন্দোলনও করেছি। অত্র কলেজের সাবেক ছাত্র ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের কলেজটিকে স্বরূপে ফিরিয়ে আনার চেষ্টায় সফল হয়েছেন। সরেজমিনে দেখা যায়, পাঠাগারের জঞ্জাল দূর করা হয়েছে, খোলা হয়েছে বিজ্ঞান পরীক্ষাগারের দরজা, নিয়মিত নেয়া হচ্ছে ক্লাস। এই প্রতিবেদক পরিদর্শনে গিয়ে দেখতে পান কলেজ আঙ্গিনায় পিনপতন নীরবতা বিরাজ করছে, প্রত্যেক শ্রেণিকক্ষে শিক্ষকের উপস্থিতি। এ ব্যাপারে, আরো দুইজন ছাত্রদল কর্মী ও নিয়মিত ছাত্র অনিক ও তপু বলেন “বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায ছাত্র ভর্তি করা হলেও পাঠদানে ছিল অনিয়ম, আমরা ছিলাম অসহায়। কিন্তু এখন মনে হচ্ছে আমরা সুশিক্ষার আলোয় উদ্ভাসিত হবার সুযোগ পাব। বর্তমান শিক্ষার পরিবেশ প্রতিষ্টায় অনবদ্য অবদান রাখছেন অধ্যক্ষ। গত জুলাই মাসে অত্র কলেজে যোগ দিয়ে যারপরনাই প্রচেষ্টায় কলেজটিতে সত্যিকার শিক্ষাঙ্গনের রূপ দেয়ার। নিজের সম্পর্কে অধ্যক্ষ বলেন, “বিশেষভাবে বদলীর মাধ্যমে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি অত্র এলাকার শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ আনয়নে যথাসাধ্য চেষ্টা করছি।” কলেজটির সার্বিক উন্নয়নে স্থানীয় জনসাধারনসহ শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতা কামনা করছেন। কলেজটির চলমান শিক্ষাবান্ধব পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য এলাকাবাসী শিক্ষানুরাগী ও প্রগতিশীল লোকদের অংশগ্রহন কামনা করছি।


     এই বিভাগের আরো খবর