,

সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জনগণের জামমালের নিরাপত্তায় ও জঙ্গীবাদ নির্মূলে পুলিশ একনিষ্ঠ ভাবে কাজ করবে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ কোন কাজ করতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত ও জঙ্গিবাদ দমন করার জন্য সুশীল সমাজের সাথে একনিষ্ঠ হয়ে পুলিশ কাজ করবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে হবিগঞ্জে যোগদান করেছি। যে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কাজকে চ্যালেঞ্জ মনে করি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে হবিগঞ্জের সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, এস.এম রাজু আহমেদ, ডি.আই.ওয়ান গোলাম মর্তুজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন খান, টিআই স্নেহাংশু বিকাশ সরকার, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ড. আব্দুল মালেক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সিনিয়র আইনজীবি আকবর হোসেন জিতু, পূর্নব্রত চৌধুরী বিভু, অহিন্দ্র দত্ত চৌধুরী, সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম খোকন, ডাঃ জমির আলী, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, শ্রমিক নেতা সজিব আলী, কাজী মোঃ নাজমুল হোসেন, মহিলা নেত্রী লুৎফুনাহার স্মৃতি প্রমূখ।


     এই বিভাগের আরো খবর