,

পানিউমদার আলীপুরে ২৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

ইমন চৌধুরী \ নবীগঞ্জ উপজেলার হাওর এলাকাখ্যাত পানিউমদা ইউনিয়নের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও আলীপুর-শংকরপুর গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র সড়কে ২৬ লক্ষ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্যরে নির্মিত ব্রিজ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া এ ব্রিজ উদ্বোধন করেন। এ সময় আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- এখানে ব্রিজ ছিল না। বিষয়টি গুরুত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে ২৬ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে আসি। বরাদ্দক্রমে ব্রিজ নির্মাণ হয়েছে। আজ আপনাদের সাথে নিয়ে ব্রিজটি উদ্বোধন করে গেলাম। এটি আওয়ামীলীগ সরকারের উপহার। ওই ব্রিজ স্থাপন হওয়ায় হাওর এলাকার লোকজন যাতায়াতে সুবিধা ভোগ করবে। ব্রীজ উদ্বোধন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলীপুর-কান্দিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি কেয়া চৌধুরী। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ লুৎফুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ধনেশ্বর বিশ্বাস মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুলদুল আহমদ প্রমুখ। অপরদিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হরতকীপাড়া গ্রামবাসীর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি কেয়া চৌধুরী। আয়োজিত শোক সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছেন। তাই আজ আমরা বলতে পারছি স্বাধীন দেশের নাগরিক। তিনি বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশ বিশ্বের বুঁকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন, পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ধনেশ্বর বিশ্বাস মেম্বার, ত্রাণ বিষয়ক সম্পাদক খসরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ দারাজ, যুবলীগ সভাপতি এখলাছুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মনসির আলম, শ্রমিকলীগের সহ-সভাপতি আছিম উদ্দিন, ভ্ূেট্টা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকরাম উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান, আওয়ামীলীগ নেতা আলম চৌধুরী, জাহিদ চৌধুরী, স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির খান, স্থানীয় যুবলীগ নেতা পারুল মিয়া, শেখ মোঃ রাজন, মহিবুল হাসান মামুন, প্রদীপ সুত্রধর প্রমুখ। এ সময় এলাকার মুরুব্বিয়ান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, গ্রামবাসী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর