,

নবীগঞ্জে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করলেন-এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার \ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ
বার্ষিকী উপলক্ষে জেলার নবীগঞ্জ উপজেলার গোলডোবা এমসি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার প্রকল্প থেকে ২০ লাখ টাকা ব্যয়ে প্রস্তুতকৃত ‘শেখ রাসেল ডজিটাল ল্যাব’র উদ্বোধন করা হয়। গতকাল রবিবার তৃণমূল লোজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ ল্যাবটি উদ্বোধন করেন। এসময় আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন-জননেত্রী শেখ হাসিনা সরকার দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা পালন করছে। তার সাথে যুগান্তকারী আধুনিক তথ্যপ্রযুক্তি সম্মত শিক্ষা দানের লক্ষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করছে।
তিনি বলেন, এ স্কুলে এসেছিলাম। সে সময়ে বলে গিয়েছিলাম। এরপর জননেত্রী শেখ হাসিনা সরকারে কাছ থেকে ২০ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসি। বরাদ্দ অনুযায়ী ল্যাব প্রস্তুত হয়েছে। এবার সবাইকে সাথে নিয়ে এটি উদ্বোধন করতে পেরে ভাল লেগেছে। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলা মিয়া, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারছু মিয়া, স্কুল কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ। এ সভায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা অংশগ্রহণ করেন। অপর দিকে উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এতো সুন্দর বাংলাদেশ পেতাম না। ঘাতকরা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভুলে নাই। জনগণ বার বার বঙ্গবন্ধু’র নৌকাকে ভোট দিচ্ছে। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহবান জানান। এতে বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন আহমেদ, সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, শ্রমিকলীগের সভাপতি আব্দুল করিম, যুবলীগের যগ্ম-আহবায়ক গোলাম রাসুল চৌধুরী রাহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ। এ সময় জেলা-উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকার মুরুব্বিয়ান, নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর