,

ফুট ফুটে বাচ্ছাটিকে দেখতে নারী-পুরুষের ভীড় ॥ নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে পাগলীর গর্বে পুত্র সন্তান প্রসব

ফরিদ আহমদ শিকদার ॥ নবীগঞ্জ উপজেলার ২ নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজীগঞ্জ বাজারের ময়মনা কমিউনিটি সেন্টারের পাশে রুছমত উল্লার বাড়ীতে গত শুক্রবার ভোর চারটায় এক পাগলী ফুট ফুটে এক পুত্র সন্তান প্রসব করেছে। ঘটনাটি জানাযানি হলে ফুট ফুটে বাচ্ছাটিকে এক নজর দেখতে ভীড় জমাচ্ছেন এলাকার অসংখ্য নারী-পুরুষ। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কে এই নবজাতকের পিতা তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। জানা যায়, উক্ত পাগলী ওই রাতে বাজারের আশে পাশে অবস্থান করলেও কেউ সে পাগলী হওয়ায় তার প্রসবকালীন অবস্থা বুঝতে পারে নাই। তবে আশ পাশের লোকজনের সাথে আলাপ করে জানাযায়, সন্ধ্যার আগে তাকে বাজার এবং উক্ত জায়গার মধ্যে ঘুরা ফেরা করতে দেখেছে। তবে তাকে এর পূর্বে কোন দিন কাজীগঞ্জ বাজার এবং তার আশে পাশের এলাকায় কেউ কখনো দেখে নাই। যদিও প্রসবকালীন রাত্রে ময়মনা কমিউনিটি সেন্টারের পাশে দুই একজন লোক দেখতে পেলেও পাগলী মনে করে কেউ কিছু বলেনি। রুছমত উল্লার বাড়ির সামনে রাত ৩টার দিকে চিৎকার করলে উক্ত বাড়ির মহিলারা বের হয়ে তাকে তাদের বাড়ীর বাংলো ঘরের বারান্ধয়া আশ্রয় দিলে দেখতে পান সে প্রসব ব্যথায় কাতরাচ্ছে। অবশেষে তাদের সহযোগীতায় নিরাপদে এই পাগলী একটি পুত্র সন্তানের জন্ম হয়। ভোর হতে না হতেই ওই পাগলী এবং তার নবজাতক সন্তানকে দেখার জন্য চারদিক থেকে মানুষ ছুটে আসে। সে বর্তমানে রুছমত উল্লার বাড়ীতে নিরাপদে তার বাচ্চা নিয়ে রয়েছে। পাগলীর সাথে আলাপ করতে চাইলে সে শুধু তার নাম ছায়রা বেগম তার এবং তার বাড়ী সাতগাওঁ বলে জানায়। সে এর চাইতে আর কিছু বেশী বলতে পারেনা। কখনো বলে তার আরও দুই সন্তান আছে, কখনো বলে কেউ নেই। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।


     এই বিভাগের আরো খবর