,

নবীগঞ্জে বিয়ে পাগল লন্ডনী লিটনের কান্ড ॥ ১৪ বছরের মাদ্রাসা ছাত্রীকে বিয়ে ॥ এলাকায় তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মৃত লাল আলী ওরপে ওয়াহিদ মিয়ার পুত্র লন্ডন প্রবাসী বিয়ে পাগল মোঃ লিটন মিয়া এবার ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছেন। ঘটনটি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হলে প্রশাসন থেকে নেয়া হয়নি কোন ব্যবস্থা। জানাযায়, উপজেলার বাঘাউড়া গ্রামের লন্ডন প্রবাসী লিটন মিয়া ১ম বিয়ে করে উষা নামের জনৈক মেয়েকে। ওই স্ত্রীর ঘরে তার ছেলে মেয়ে রয়েছে এবং তারা লন্ডনে বসবাস করছে। এর পর সে নবীগঞ্জ শহরের অভয়নগর এলাকার বেলা বেগম নামের আরো এক মেয়েকে বিয়ে করে। বেলার সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেলে বেলার অপর এক লন্ডন প্রবাসীর কাছে বিয়ে হয়। আগের বিয়ের পাত্রীরা প্রাপ্ত বয়স্ক হলেও এবার বিয়ে পাগল লিটন বিয়ে করেছে ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে। খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মোঃ কমরু মিয়ার কন্যা মোছাঃ রিফা আক্তার ইনাকে গত ৭ আগষ্ট হবিগঞ্জের নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে লন্ডনী লিটন। নোটারী পাবলিকের কাছে কনের বয়স ১৯ দেখানো হলেও প্রকৃত পক্ষে কনের বয়স সংবাদ লেখার সময় পর্যন্ত হয়েছে ১৪ বছর ৩ মাস ১৬ দিন। কনের বয়স কম হওয়ার কারণে কাজীর মাধ্যমে বিয়ে রেজিষ্ট্রী না করে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে চতুর লিটন। এ বিয়ে ছাড়াও তার বিরুদ্ধে আরো বিয়ে করার গুজব রয়েছে। এলাবাসীর প্রশ্ন পূর্বের স্ত্রীর অনুমতি ছাড়া কিভাবে সে একের পর এক বিয়ে করে যাচ্ছে। এভাবে সে একের পর এক মেয়ের জীবন নিয়ে খেলা করবে এটা এলাকাবাসী মেনে নিতে পারছেন না। এ নিয়ে সাদুল্লাপুর গ্রামে চলছে নানান জল্পনা কল্পনা। সচেতন মহল এই বিয়ে পাগল লন্ডনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করেন।


     এই বিভাগের আরো খবর