,

আজ সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে লিডার্স গভার্নেন্স প্রোগ্রাম-২০১৭ইং এ যোগদিতে সরকারি ১০ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। আজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্স’র একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের পররাষ্ট্র বিষয়ক দপ্তর থেকে লিডার্স গভার্নেন্স প্রোগ্রাম ২০১৭ইং এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এমপি কেয়া চৌধুরীকে মনোনিত করা হয়েছে। বাংলাদেশসহ মোট ২১টি রাষ্ট্রের মাননীয় সংসদ সদস্যবৃন্দ ১০দিনের এই লিডার্স গভার্নেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। যেখানে জাতীয় ও আন্তজার্তিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্ননয় ও রাষ্ট্রের সু-শাসন বিষয়ে আলোকপাত করবেন বিশে^র বিভিন্ন দেশ থেকে আসা সম্মানিত সংসদ সদস্যবৃন্দরা। এমপি কেয়া চৌধুরী সিঙ্গাপুরের লিডার্স গর্ভানেন্স প্রোগ্রামে ১০ দিনের কর্মসূচী শেষে, চলতি মাসের ৩০শে আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এ জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন। সেই সাথে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর