,

নবীগঞ্জ-বাহুবলের গুরুত্বপূর্ন রাস্তাগুলোর বেহাল দশা ॥

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও নবীগঞ্জের দু’টি উপজেলারই গুরুত্বপূর্ন রাস্তাগুলো ভেঙ্গে ভেঙ্গে খান-খান হয়ে গেছে। নিত্যদিনের প্রয়োজন মেটাতে হাজার হাজার মানুষেরা পায়ে হেটে ও যানবাহন নিয়ে এসব ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে চলাচল করছে। লক্কর-ঝক্কর ও খানাকনদে ভরা রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও সংস্কারের কোন প্রদক্ষেপ দেখা যায়নি। অনুসন্ধানে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার ১৩নং পানি উমদা ইউনিয়নে অবস্থিত বড়গাঁও-রইছগঞ্জ বাজারের রাস্তা। ভাটি এলাকার নারী-পুরুষেরা সড়ক পথে জেলা ও উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় গিয়ে জীবিকা সহ নানা সমস্যা নিয়ে প্রতিদিন ঘোরাফেরা করছে। এলাকায় একটি আলিয়া মাদরাসা ও একটি কলেজ সহ বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠান সচল। প্রতিষ্ঠানগুলোতে দূরদুরান্ত থেকে ছাত্র/ছাত্রীরা দুর্ঘটনা থেকে বাচার জন্য কোন যানবাহনে উঠতে রাজি নয়। এমনকি ভাটি এলাকা হিসেবে পরিচিত খাগাউড়া, রইছগঞ্জ, অমৃতা, নোয়াগাঁও গ্রামে ব্যবসায়ীরাও এ রাস্তা একমাত্র হিসেবে ব্যবহার করছে। রাস্তার এমনই করুনদশা একজন সুস্থ মানুষ চলাচল করলে তা নিমিষেই অনুভব করা সম্ভব। অসুস্থ মানুষের ক্ষেত্রে দুর্ভোগের তিব্রতা আরও বেড়ে যায়। রাস্তার অধিকাংশ রাস্তাই ভেঙ্গে খান-খান হয়ে গেছে। যেকোন সময় যানবাহন উল্টে গিয়ে প্রাণহানী ঘটতে পারে। এদিকে, বাহুবল উপজেলার হামিদনগর-মধুপুর, চলিতাতলা সোয়াইয়া বাজার রাস্তা সহ চোখে পড়ার মত বেশ ক’টি রাস্তার অবস্থা একই রকম। অতিরিক্ত ট্রাক্টর চলাচলা করায় হামিদনগর মধুপুর সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষেরা ভয়ে প্রতিবাদ করতে না পেরে নিরবেই কষ্ট বুকে চাপা দিয়ে কোন রকম জীবিকার তাগিদে চলাচল করছে। কিন্তু এসব রাস্তা এখনো মেরামতের কোন উদ্যোগ নেয়ার খবর পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর