,

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবীগঞ্জে নীরবে চলছে জমজমাট মাদক ব্যবসা

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে
নবীগঞ্জে নীরবে চলছে
জমজমাট মাদক ব্যবসা
মুরাদ আহমদ ॥ নবীগঞ্জে মাদক ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। নানা ধরনের কৌশল অবলম্ভনের মাধ্যমে তারা ধরা ছোঁয়ার রয়েছে বাইরে। দেশে মাদকের চাহিদা দিন দিন বেড়েই চলছে। মাদকের ভয়াবহ নেশায় বিপথগামী হচ্ছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। এতে করে মাদক
ব্যবসায়ীদের সংখ্যাও বেড়ে চলেছে। এ ছাড়া মাদক চোরা-চালান কারীদের নেটওর্য়াক শক্তিশালী হওয়ার কারণে তারা আইন শৃংখলা বাহীনির চোখ ফাঁকি দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে মাদক পৌছে দিচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টসহ উপজেলার ইনাতগঞ্জ, আউশকান্দি বাজার, দিনারপুর, সাতাইহাল ও পানিউমদা, বানিয়াচং উপজেলার মার্কুলীসহ এসব এলাকা গুলোতে নীরব নিভৃত্বে নানা কৌশল অবলম্ভন করে মাদক ব্যবসায়ীরা তাদের সুনির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে চালিয়ে যাচ্ছে লাভজনক এই ব্যবসা। দেখা গেছে মাদক সেবনকারীদের প্রথম চাহিদা ইয়াবা-টেবলেট থাকায় বিভিন্ন কৌশলে তারা নেশা জাতীয় ইয়াবা পৌছে দিচ্ছে মাদক সেবনকারীদের হাতে। এ ব্যবসায় বখাটে যুবক ও টুকাই ছেলেদের পাশাপাশি মহিলা এবং বিভিন্ন বয়সের লোকদিয়ে মাদক পৌছে দেয় সেবকারীদের হতে। সাধারণভাবে যে কেউই এর সন্ধান পাওয়া অসম্ভ। এর জন্য তাদের নেটওর্য়াক অনুসরন করতে হবে। সূত্রে আরও জানা যায়, মাদক ব্যবসায়ীরা নেশা জাতীয় মাদককে বিভিন্ন সংকেত ব্যবহার করে বিক্রেতার কাছ থেকে মাদক ক্রয় করছে। এর মধ্যে ইদানিং কয়েকটি নাম ব্যবহার করা হচ্ছে, যেমন- লাল মোরগ, দেশি মোরগ, বিদেশী মোরগসহ বিভিন্ন সংকেতের মাধ্যমে তুলে দেয় মাদক সেবন কারীদের হাতে। আইন শৃংখলা বাহিনী মাঝে মধ্যে বিভিন্ন অভিযানে মাদক ব্যবসায়ীদের আটক করলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে প্রভাবশালীদের চত্রছায়ায় জামিনে বেড়িয়ে এসে আবারো স্ব-পেশায় ফিরে আসে। আর এজন্যই মাদক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সচেতন মহলের দাবি আইন শৃংখলা বাহীনীর পাশা-পাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাট বাজারের গুরুত্বপূর্ণস্থানে সভা সেমিনারের মাধ্যমে মাদকের কুফল সর্ম্পকে জন সাধারনকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিকল্প নেই।


     এই বিভাগের আরো খবর