,

পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় খোয়াই বাধের গাছ কাটার প্রচেষ্টা ব্যর্থ

স্টাফ রিপোর্টার ॥ পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় খোয়াই বাধের গাছ নির্বিচারে কেটে নেয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার জনৈক জনাব আলী খোয়াই বাঁধের সরকার মালিকানাধীন গাছ অবৈধভাবে কেটে নেয়ার সাথে জড়িত। সে গত দু’বছরে লক্ষাধিক টাকা মূল্যের ৩/৪ টি গাছ কেটে নিয়েছে। ওই গাছ গুলো প্রক্রিয়া করে সে আসবাবপত্র হিসেবে বিক্রি করে। সরকারী গাছ কাটতে বাধাদানকারী লাকাবাসীদের সে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। শুক্রবার জনাব আলী তার সহযোগিদের নিয়ে গরুর বাজার এলাকার খোয়াই নদীর বাধে গাছগুলো কাটা জোরপূর্বক কাটতে শুরু করে। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড অফিসকে অবগত করলে নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম ওই এলাকায় একটি টিম পাঠান। টিমের সদস্যদের অভিযানের কারনে জনাব আলী এ সকল গাছ কাটতে ব্যর্থ হয়। টিমের সদস্যরা তাকে সতর্ক করে দেয়। পরবর্তীতে জোরপূর্বক গাছ কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানান। এলাকাবাসী জানান গরুর বাজার এলাকায় খোয়াই নদীর বাধে প্রায় ১৫ বছর আগে কড়ই গাছ রোপন করা হয়েছিল। মূল্যবান সে গাছগুলোর বেশীরভাগই আইনের তোয়াক্কা না করে কেটে নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর