,

হবিগঞ্জে একই স্থানে জনসভা নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ॥ ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের মশাজান ও আব্দাবখাই পয়েন্টে একই স্থানে পাল্টা পাল্টি সভা আহ্বান করায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শ্রমিক দল নেতাসহ ১০ জন আহত হয়েছে। দুই দলের নেতাকর্মীরা সেখানে সভা করতে গেলে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সাথে ওই স্থানে সব ধরণের সভা, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। এ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ওই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সভা আহ্বান করে। বিকাল ৩ টার দিকে সভা শুরু হওয়ার আগেই মিছিল দেয়া নিয়ে দুই দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক (৩৫), সাংগঠনিক সম্পাদক লতিফ ও শ্রমিক দল নেতা আওয়াল (৩০) আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় স্টেজ ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


     এই বিভাগের আরো খবর