,

মামলা হামলা দিয়ে বিএনপির অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না _মেয়র জি.কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন
জেল জুলুম মামলা হামলা দিয়ে বিএনপির অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যত বাধাই দেয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ততই গর্জে উঠছে। তিনি গতকাল শনিবার সন্ধার পর শায়েস্তানগরস্থ জেলা বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ জেলা তারেক পরিষদের এক কর্মীসভায় এসব কথা বলেন। মেয়র জি কে গউছ বলেন- চাকুরীর সুবাদে হবিগঞ্জে প্রশাসনের অনেক কর্মকর্তা আসেন, আবার চাকুরীর সুবাদে তাদেরকে হবিগঞ্জ থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু যারা ভাল কাজ করেছেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে হবিগঞ্জবাসী হৃদয়ের মনিকোটায় স্থান দিয়েছেন। আর যারা পক্ষপাতিত্ব করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন, তাদের বিদায়ের সময় ঘৃনা করার জন্যও কোন মানুষ তাদের দারস্থ হয়নি। মেয়র বলেন- জয়দেব কুমার ভদ্র হবিগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অবস্থায় সকল ধর্মের মানুষ শান্তিতে ছিল। আইন শৃংখলা পরিস্থিতি ভাল ছিল। তিনি ছিল বলেই হবিগঞ্জের মানুষ ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পেরেছেন। তিনি লস্করপুর ইউনিয়ন বিএনপির সভা করতে না দেয়ায় এবং বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ লাঠি চার্জ করায় ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, জেলা যুবদল নেতা মর্তুজা আহমেদ রিপন, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, জি.কে ঝলক, রবিউল আলম রবি, জেলা মহিলাদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরজাহান বেগম, পৌর মহিলাদলের যুগ্ম আহ্বায়ক সামিনা আক্তার। সভায় বক্তব্য রাখেন জেলা তারেক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি কামরুজ্জামান কুদ্দুস, জুবায়ের আহমেদ, পৌর তারেক পরিষদের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ মিয়া, যুগ্ম আহ্বায়ক ফুল মিয়া, মানিক মিয়া, আলী হাসান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর