,

হবিগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জের কৃতি সন্তান কন্ঠশিল্পী শেখ মোঃ আবু জাহিদ বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলায় ১ম স্থান অর্জন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগষ্ট প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণের আয়োজন করে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী। পুরুষ্কার বিতরণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা, স্থানীয় সরকারের উপপরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, শিল্পকলার কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, সাংস্কৃতি পরিষদ সেক্রেটারী সিদ্ধার্থ বিশ্বাস, সুরবিতানের সেক্রেটারী আবুল ফজল ও মোজাম্মেল হকসহ অনেকে। আবু জাহিদ হবিগঞ্জ সুরবিতানের ছাত্র এবং তার ওস্তাদ সরোজ কান্তি দাস, জালাল সিদ্দিকী ও স্বদেশ দাস। সে বাংলাদেশ টেলিভিশনের সার্টিফিকেট প্রাপ্ত ও বেতারের তালিকাভুক্ত শিল্পী। সে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিশ্রুতিশীল শিল্পী। আড়ৎ ডেইরি চ্যানেল আই বাংলার গান রিয়েলিটি শোর অডিশনের মাধ্যমে সিলেট বিভাগ থেকে ইয়েস কার্ড পেয়ে ঢাকায় সঙ্গীত পরিবেশন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে ৬৪ জেলা থেকে ৬৪ জন শিল্পী নির্বাচন করা হয়। হবিগঞ্জ জেলার একমাত্র শিল্পী হিসেবে জাহিদ কুষ্টিয়ার লালন মেলায় দুই বাংলার শিল্পীদের সাথে সংগীত পরিবেশন করেন।


     এই বিভাগের আরো খবর