,

বাহুবলে শিক্ষার হার বৃদ্ধিতে ইউএনও’র উদ্যোগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার শিক্ষার হার বৃদ্ধিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। উপজেলার শিক্ষা হার বর্তমানে ৩৯.৬%। এটি দেশের শিক্ষার হারের অর্ধেকেরও কম। দেশের শিক্ষার হার যেখানে দিন দিন উর্ধ্বমূখী হচ্ছে সেখানে বাহুবল উপজেলার শিক্ষার হার নিম্নমূখী। ইউএনও মোঃ জসীম উদ্দিন বাহুবল যোগদানের পর পরই শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া উপজেলাটির শিক্ষা হার বৃদ্ধির জন্য কাজ করার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে তিনি “বাহুবল উপজেলা সার্বিক শিক্ষা আন্দোলন কর্মসূচী- ২০১৭” এর উদ্দ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, বাহুবল উপজেলার শিক্ষার হার অনেক কম। শিক্ষার হার বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা ব্যতিরেকে সার্বিক উন্নয়ন তরান্বিত করা কষ্টসাধ্য। শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বাহুবল উপজেলা প্রশাসন “বাহুবল উপজেলা সার্বিক শিক্ষা আন্দোলন কর্মসূচী- ২০১৭” গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সার্বিক শিক্ষা আন্দোলন কর্মসূচীতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলকে সম্পৃক্ত করা হবে। এ বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও তিনি বলেন, শিক্ষার বিভিন্ন বিষয় বিবেচনা পূর্বক তথ্য সংগ্রহের জন্য একটি জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এ জরিপ আগামী ০১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তিনি জরিপ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর