,

নবীগঞ্জে যুবদল নেতা সুহেলসহ ২৩ বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের বাসিন্দা মৃত সাজিদ চৌধুরীর পুত্র যুবদল নেতা সুহেল আহমদ চৌধুরী রিপন এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জনৈক যুবলীগ নেতার প্রকাশ্য ইন্দনে ও সহযোগিতায় যুবদল নেতা এহেন কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, গত ২১ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুহেল ও তার লোকজন প্রকাশ্যে দিবালোকে খনকারীপাড়া গ্রামের কৃষকলীগ নেতা রফিজ মিয়া ও গিয়াস মিয়ার বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ী ঘর ভাংচুর লুটপাটসহ বাড়ীতে থাকা লোকজনকে মারধোর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় জখমী রফিজ মিয়া বাদী হয়ে গত ২৭ আগস্ট সুহেল আহমদ চৌধুরী রিপনসহ ২৩ জনকে আসামী করে ৪/৫জনকে অজ্ঞাত রেখে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলার বাদী রফিজ মিয়ার সাথে এ প্রতিনিধির ফোনে আলাপকালে তিনি জানান, সুহেল ও তার লোকজনের অত্যাচারে আমরা বাড়ী ঘরে থাকতে পারছিনা, মামলা করেও অসহায় অবস্থায় দিন যাপন করছি। সুহেল ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকী দিয়ে আসছে যার ফলে আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছি। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


     এই বিভাগের আরো খবর