,

জনজীবন বিপর্যস্ত ॥ কর্তৃপক্ষ নিরব ॥ নবীগঞ্জ উপজেলা জুড়ে রাস্তাঘাটের বেহাল দশা

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলায় বর্তমানে রাস্তা-ঘাটের দুরবস্থার প্রকৃত উদাহরণ নবীগঞ্জ উপজেলার সামন থেকে সালামতপুর সিএনজি স্ট্যান্ড পর্যস্ত এবং আইনগাঁও যাওয়ার রাস্তা দু’টির কথা উল্লেখ করতে হয়। রাস্তা দু’টির দুরবস্তার দরুন যাত্রীরা ও সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন প্রতিনিয়ত। রাস্তা দুটি বর্তমানে ভাঙ্গাচোরা অবহেলিত অবস্থায় রয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করছেন ভোগান্তির শিকার হয়ে কেননা ঢাকা-সিলেট হাইওয়ে রোডের সাথে হাজারো মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা দুটি। অত্র উপজেলার উন্নয়নকে ত্বরান্নিত করবার ক্ষেত্রে সুষ্ঠ যাতায়াত ব্যবস্থা মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এই রাস্তা দুটির। ঢাকা-সিলেট হাইওয়ে রোডে ও আশপাশের এলাকায় পৌঁছাতে যে সময় নির্ধারিত সে সমযে গন্তব্যস্থলে পৌঁছানো হয়ে পড়ে অসম্ভব। ভাঙ্গাচোরা এবং অপ্রশস্ত রাস্তা দরুন অধিকাংশ সময়ে বড় কোনো গাড়ী ঢুকলে যানজটের কবলে পড়তে হয়। শিকার হতে হয় প্রচন্ড ধুলাবালির। তাছাড়া মাত্রাতিরিক্ত ঝাকুনির ফলে শারীরিক ও মানসিকভাবে কর্মস্পৃহা হারিয়ে ফেলে অনেকে। রাস্তা দুটির বেহাল অবস্থার কারনে বিশেষ করে সিএনজি ও অটো রিক্সার মালিকদের লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। রাস্তা কারাপের দরুন এবং সৃষ্ট যানজটে তাদের ট্রিপ সংখ্যা যেমন কম হচ্ছে তেমনি গাড়ীও নষ্ট হচ্ছে প্রায়। আর্থিক ক্ষতিতে পড়তে হচ্ছে মালিকদের। এ অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছে এই রূপ যাতায়াতকারী মানুষেরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টির ওপর নজর দেবেন এই প্রত্যাশা সকলের।


     এই বিভাগের আরো খবর