,

সুচীর নোবেল কেড়ে নেয়ার দাবীতে হবিগঞ্জে মানববন্ধন

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ মিয়ানমারের রাখাইনে শিশু থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের নানা বয়সী নারী-পুরুষকে নির্বাচারে নির্যাতন, হত্যা ও ধর্ষনের প্রতিবাদে সোমবার দুপুরে হবিগঞ্জ শহরে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা আহলে সুন্নাতুয়াল জামাত সমন্বয় পরিষদ। শহরের জেলা প্রশাসক কার্যালয় ও দুর্জয় স্মৃতি সৌধ সংলগ্ন প্রধান সড়কের এক পাশে দীর্ঘ প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থানরত এই মানববন্ধনে জেলার অন্তত ৫ সহ¯্রাধিক মানুষ অংশ নেন। সংশ্লিষ্ট পরিষদ পৌর কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট পরিষদের সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই কর্মসূচী চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, জাপা নেতা জালাল উদ্দিন খান, অধ্যক্ষ মৌলানা মোঃ ফরিদ উদ্দিন আহমদ, মৌলানা আলী মোহাম্মদ চৌধুরী, মৌলানা সোলায়মান খান রব্বানী, মৌলানা গোলাম সরোয়ার আলম, মৌলানা মুফতি আলমগীর, মুফতি মুজিবুর রহমান, মৌলানা মোহিত রাসেল ও হাফেজ আহমদ নিজামী শাফি প্রমুখ। বক্তারা ওই গণহত্যার জন্য অং সং সূচীকে দায়ী করে তার নোবেল পদক কেড়ে নিতে জাতিসংঘের প্রতি আহবান জানান। এসময় বক্তারা রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য বর্তমান সরকারের ভূয়শী প্রশংসা করে ব্যাপক কুটনৈতিক তৎপরতার মাধ্যমে অবিলম্বে তাদেরকে সে দেশে ফিরিয়ে দেয়ার জন্য বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র প্রধানদের সহযোগিতা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোরালো দাবী জানান। সেই সাথে এই অমানবিক গণহত্যা বন্ধেরও দাবী জানানো হয়। এদিকে এই কর্মসূচী চলাকালে শহরে যেমন যানজটের সৃষ্টি হয়, তেমনি প্রধান সড়কের কোন কোন স্থানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।


     এই বিভাগের আরো খবর