,

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই ॥ ৩৫লাখ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি ॥ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এরাকবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলা শাহারপাড়া গ্রামের সারেং বাড়ির বুধন মিয়া ও তার পরিবারের সদস্যদের পৃথক ৬টি ঘরে হঠাৎ করে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত লোকজন প্রাণ রক্ষার্থে ঘর থেকে বেড়িয়ে এলেও রক্ষা করতে পারেনি ঘরের আসবাবপত্র। ঘন্টাব্যাপী এলাকার শত শত লোকজন প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৬টি বসতঘরের মালামালসহ সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন বুধন উল্ল্যা, হুশিয়ার আলী, রফু মিয়া, জলফু মিয়া, শফিক মিয়া, রফিক মিয়া, শহিক মিয়া, রাজিক মিয়া, লেবু মিয়া, সফু মিয়া, লালন মিয়া, রাশিম উদ্দিন। আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক বুধন উল্ল্যা জানান, দূর্বৃত্তরা পেট্রোল ঢেলে তাদের বাড়িতে আগুন দিয়েছে। এতে প্রায় ৩৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। ক্ষুদ্র ব্যবসায়ী রাশিম উদ্দিন জানান, আগুনে তার আসবাবপত্র দোকানের মালামালের পাশাপাশি পুড়ে গেছে স্কুল কলেজ থেকে পাশ হওয়া তার ছেলে মেয়েদের সনদপত্র। অগ্নিকান্ডের খবরটি ওসমানী নগর ফায়ার সার্ভিস ইউনিটে জানানো হলে শাহারপাড়া-গোয়ালা বাজার সড়কটির ভাঙ্গনের ফলে ২ঘন্টা পর এসে আগুন নেভাতে সহায়তা করে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি তাহের কামালী অগ্নিকান্ডস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করেন। এসময় যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম কামালী, (২য় পৃষ্ঠায় দেখুন) যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম কামালী, মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ শফিকুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান কামালী, মোঃ জানু মিয়া কামালী, সোয়াদ কামালী উপস্থিত ছিলেন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থানার এস আই মফিজুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


     এই বিভাগের আরো খবর