,

হবিগঞ্জে সমাবেশে এমপি আবু জাহির রোহিঙ্গা নির্যাতনের ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বোচ্ছার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বোচ্ছার ভূমিকা রেখেছেন। তিনি তাদের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। জাতিসংঘের ভাষনেও তিনি বিষয়টি উত্তাপন করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে প্রায় ৬ হাজার জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের চৌধুরী বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় এমপি আবু জাহির আরো বলেন, মিয়ানমারে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ভারতসহ বিভিন্ন দেশ তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পাশে দাঁড়াতে শুরু করেছে। তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিবাদ সভায় আরো বক্তৃতা করেন, আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়া এবং হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নির্যাতিতদের হেফাজতের জন্য মোনাজাত পরিচালনা করেন মাওঃ ফরিদুল হক।


     এই বিভাগের আরো খবর