,

নবীগঞ্জে ব্যবসায়ী গোলাপ হত্যা মামলার প্রধান আসামী সিরাজুল ঢাকা থেকে গ্রেফতার

জসিম তালুকদার ॥ নবীগঞ্জের পৌর এলাকা চরগাঁও গ্রামের চারা বিক্রেতা গোলাপ আলী হত্যা মামলার প্রধান আসামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই কবির ঢাকা থেকে সংশ্লিষ্ট পুলিশের সহযোগীতায় সাবির আলীর পুত্র সিরাজুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ১৪ আগষ্ট সোমবার রাতে গোলাপ আলীর ঘরের উপর দিয়ে ডিসের লাইন টানানো নিয়ে তালেব আলীর সাথে বাক-বিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তালেব আলীর লোকজন গোলাপ আলীর পুত্র সুমন মিয়াকে মারপিট করে। এই ঘটনায় গোলাপ আলী সোমবার রাতে ছেলেকে মারধর করার জের ধরে একটি অভিযোগ দায়ের করেন। ওই রাত থেকেই গোলাপ মিয়া নিখোঁজ হন। পরে গত মঙ্গলবার সকালে চরগাঁও গ্রামের নয়া বাড়ি কবরস্থানের পাশ্বে একটি নির্জনস্থানে গোলাপ আলীর মৃতদেহ দেখে এলাকার লোকজন তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে মৃতদেহটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। গোলাপ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরদিন বুধবার এহত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে গোলাপ আলী’র স্ত্রী খয়রুন আক্তার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামরার প্রেক্ষিতে গত ১৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রাম থেকে ঐ মামলার অন্যতম আসামী তালেব আলী (৫৫)কে গ্রেফতার করে।


     এই বিভাগের আরো খবর