,

২ দিনের ভ্যাপসা গরমে শিশুদের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ॥ ২ নবজাতকের মৃত্যু ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দুই শতাধিক শিশু ভর্তি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় ২ শতাধিক শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তারা। এমনকি কোন ঔষধ দেয়া হচ্ছে না হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের। গত দুই দিনে ভ্যাপসা গরমে শিশুদের মাঝে রোগবালাই দেখা দিয়েছে। এর মাঝে ডায়রিয়া, নিউমনিয়া, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গ্রামগঞ্জ থেকে আসা অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার দুই নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪০ জন শিশুর বেডে ২ শতাধিক রোগী অবস্থান করছে। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে শিশুর স্বজনরা পড়ে আছে। তিল ধারণের ঠাই নেই। অনেকেই অভিযোগ করেন ২০ টাকা দিয়ে হাসপাতালে ভর্তি হয়ে কেবল জায়গা মিলে। চিকিৎসাতো দুরের কথা এমনকি ঔষধও কিনে আনতে হয়। কিন্তু ঔষধ কিনে এনে স্যালাইন পোষ্ট করতে নার্সদের কাছে ধর্ণা দিতে হয়। তারপরও তাদের অনেক ধমক খেতে হয়। এ ব্যাপারে আরএমএও ডাক্তার বজলুর রহমান জানান, পর্র্যাপ্ত ঔষধ না থাকায় শিশুদেরকে দেয়া হচ্ছে না। আমাদের সাধ্যমত দেয়ার চেষ্টা করছি।


     এই বিভাগের আরো খবর