,

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সঈদপুর মাদরাসার উদ্যোগে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে রোহিঙ্গাদের গুম, খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সঈদপুর বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মুহিত উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে ও মেধাবী ছাত্রনেতা শাকির আলীর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার ছাত্র শিক্ষক ছাড়াও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার আরবী প্রভাষক মাওঃ মকবুল আহমদ, মাওঃ মিজানুর রহমান, মাওঃ ইসমাঈল হোসেন, মাওঃ সামছুল হক, মাওঃ আইয়ুব খাঁন, আব্দুর রহিম (বিএসসি)। ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ সায়েম আলী, মোঃ মহি উদ্দিন, ফুরকান আহমদ, আলী মোস্তফা, হুমায়ুন আহমদ, মাহবুবুর রহমান রুবেল, সাইদুর রহমান ও তারেক মোনাওয়ার খাঁন প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, রোহিঙ্গা মুসলমানেরা আরাকানের আদি অধিবাসী। তাদেরকে মায়ানমার থেকে বের করে দেওয়ার কোন যৌক্তিক কারণ নেই। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানোর পাশা-পাশি আরাকান রাজ্য স্বাধীন করে তাদেরকে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার আহবান জানান। বক্তাগন আরো বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলামানদের অনৈক্য। ভবিষ্যতে যাতে আর কোন দেশে মুসলিম নির্যাতন না হয় সে জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে রোহিঙ্গাসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।


     এই বিভাগের আরো খবর