,

রোহিঙ্গার নামে কোন চাঁদা তোলা যাবে না _ইউএনও তাজিনা সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ ইফতেখার হোসেন, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা জাপা’র আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, মোঃ আশিক মিয়া, মোঃ ছাইমুদ্দিন, বজলুর রশিদ, সত্যজিত দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু, প্যানেল চেয়ারম্যান ছাদিক মিয়া, সাইদুর রহমান, ফারছু মিয়া, উপজেল মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা আনসার বিডিপি অফিসার আব্দুল আউয়াল,পল্লী বিদ্যুত এর ডিজিএম মোঃ আব্দুল বারী প্রমুখ। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেন রোহিঙ্গাদের সাহায্যের নামে কোন ব্যক্তি বা সংগঠন তহবিল সংগ্রহ করতে পারবে না। সরকারের নির্দেশ রয়েছে রোহিঙ্গার নামে কোন চাঁদা তুলতে পারবে না। যদি কোন ব্যক্তি সাহায্য করতে হয় সেক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অথবা কক্সবাজার জেলা প্রশাসকের নিকট সরাসরি প্রদান করতে পারবেন। অন্যতায় চাঁদা আদায় কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া নবীগঞ্জ শহরের যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে শহরকে যানজট মুক্ত করার ঘোষনা দেয়া হয়। নবীগঞ্জ উপজেলা সহ পৌরসভার বিভিন্ন স্থানে মাদকের উৎপাত বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। রাতে নবীগঞ্জ শহরে অনেক এলাকা মাদকসেবীদের দখলে থাকে বলে জানানো হয়। আউশকান্দি ইউপির ভূমিহীন রহিমা মেম্বারের জমি আগামী এক সপ্তাহের মধ্যে দখল বুঝিয়ে দেয়ার সিন্ধান্ত হয়। বিভিন্ন পূজামন্ডপে যথাযত নিরাপত্তা ব্যবস্থা করার আহবান জানানো হয়। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাতে প্রতিটি মন্ডপে ও বিভিন্ন সড়কে পুলিশ টহল জোরদারসহ নাশকতারোধে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয়।


     এই বিভাগের আরো খবর