,

SAMSUNG CAMERA PICTURES

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো দালালের উপদ্রব

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো দালালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এমপি এডভোকেট আবু জাহিরের নির্দেশে হাসপাতাল দালালমুক্ত হলেও আবারো দালালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দালালের পাশাপাশি ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ফার্মেসীর মালিকরা হাসপাতালে আসা রোগীদের প্রেসক্রিপশন নিয়ে টানা হেচড়া শুরু করে। এতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ঘটছে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা। গতকাল বুধবার দুপুরে দালাল নির্মূল কমিটি ও হাসপাতালের তত্ত্বাবধায়ক রতীশ চন্দ্র দাশ, আরএমও বজলুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার আলী, হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এসআই মনির ইসলামসহ হাসপাতালের কর্মচারিরা দালালদের ধরতে হাসপাতালে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে দালালরা সটকে পড়ে। তবে কয়েকজন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ফার্মেসী মালিককে সতর্ক করে দেয়া হয়। হাসপাতালের তত্বাবধায়ক জানান, হাসপাতালে কোন দালাল থাকবে না। যদি দালালদের পাওয়া যায় কিংবা হাসপাতালের কেউ এদের সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর