,

ইমামবাড়ি বাজারে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ ॥ ইউপি চেয়ারম্যান নজরুলের দূর্নীতি

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে ড্রেন নির্মাণের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইমামবাড়ি বাজারের ব্যবসায়ীদের পক্ষে চরিত্র রায় নামক জনৈক ব্যবসায়ী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, ইমামবাড়ী বাজারে কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ড্রেন নির্মাণের নামে একটি নালা তৈরী করিয়েছেন। নালাটি ব্যবসায়ীদের দোকানের পাশ দিয়ে যাওয়ায় লোকজন দোকানে প্রবেশ করতে অসুবিধায় পড়েছেন। এছাড়া এ নালা নির্মাণের ফলে গাড়ির চাকা দেবে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। নালার কারণে ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ নালার মুখ কালিয়ারভাঙ্গা, দেবপাড়া, পাথারিয়া, টুনাকান্দি, লালপুর ও খড়িয়া গ্রামের মানুষের একমাত্র চলাচলের সদ্য নির্মাণাধীন ইমামবাড়ি-বুড়িনাও রাস্তার উপর ফেলা হয়েছে। এতে রাস্তার উপর পানি জমে থাকার ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং এলাকাবাসীকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতিপূর্বে ইমামবাড়ি বাজারের ব্যবসায়ী ফরহাদ আহমদ এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয় উক্ত নালা নির্মাণের নামে সরকারি কোষাগারের বিপুল অংকের টাকা আত্মসাৎ করা হয়েছে যার তদন্ত আবশ্যক। জেলা প্রশাসক অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর