,

নবীগঞ্জে শিক্ষাসহ সার্বিক উন্নয়নে আমার সহযোগীতা আছে আগামীতেও থাকবে -মুনিম চৌধুরী বাবু এমপি

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল এলাকা সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, শিক্ষাসহ এলাকার সার্বিক উন্নয়নে আমার সহযোগীতা অব্যাহত আছে এবং থাকবে ইনশাল­াহ। এ ক্ষেত্রে দেশকে সামনে এগিয়ে নিতে দেশের সকল মহলকে এক যোগে কাজ করতে হবে। গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউপির কসবা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শেভরন বাংলাদেশ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্তৃক এক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা গুলো বলেন। তরুন সমাজকর্মী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য নইম উদ্দিন আহমদের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেভরন বাংলাদেশের নবীগঞ্জের বিবিয়ানা ফিল্ড কমিউনিটি ম্যানেজার ইমাম হাসান, বিবিয়ানা কমিউনিটি এংগেজমেন্ট অফিসার আব্দুল লতিফ, কসবা গ্রামের বিশিষ্ট সমাজ সেবী উক্ত মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক উল­াহ, ইনাতগঞ্জ উজ্জিবন শিল্পী গোষ্ঠীর সভাপতি, নাট্যকার ও গীতিকার, সাংবাদিক আহমদ আবুল কালাম, বিবিয়ানা সাহিত্য পরিষদের সভাপতি এম.সহিদুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নবীগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক ফুলমিয়া পাঠান, উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাও: সামছুজ্জামান মৌজুদির পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা আব্দুল কাইয়ুম, জাতীয় পার্টি নেতা আব্দুল শহিদ, উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আকিল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এম.এ. মুনিম চৌধুরী বাবু তার উন্নয়ন কর্ম কান্ডের চিত্র তোলে ধরে বলেন, আমি নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, গির্জা, শশ্মানঘাট ও কবরস্থানে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি দু’টি হাই স্কুল ও একটি কলেজ সরকারী করণ করেছি। তিনি নবীগঞ্জ বাহুবলের অভূতপূর্ব উন্নয়নের ফিরিস্তি তোলে ধরে মুনিম চৌধুরী বাবু বলেন, আমি এ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় দুই শত কোটি টাকার উন্নয়ন করেছি। আমার উন্নয়ন কাজে আমার মুল্যায়ন ও বিচার আপনারা করবেন। এমপি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে এলাকাবাসী আমাকে নির্বাচিত করলে আমি নবীগঞ্জ বাহুবলকে একাটি আধুনিক মডেল এলাকায় রুপান্তরিত করব। ইনশাআল­াহ। সভার শুরুতে প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবুকে দেয়া মানপত্র পাঠ করেন, মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী লাভনী আক্তার। শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস ফিল্ড অত্র এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নমন ও শিক্ষা বৃত্তির সাথে উক্ত মাদ্রাসায় ৪০ জন মেধাবী ছাত্র-ছাত্রিকে প্রতি বছর ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করে আসছে। উক্ত মাদ্রাসায় শেভরন বাংলাদেশের আর্থিক সহায়তায় একাটি ভবন নির্মাণের জোর দাবী উত্তাপন করা হলে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি শেভরনের উর্ধবতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তা বাস্তবায়নের আশ্বাস দেন। শেষে শেভরনের দেয়া শিক্ষাবৃত্তি চেক ছাত্র-ছাত্রিদের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি ও বিশেষ অতিথি শেভরনের কমিউনিটি ম্যানেজার ইমাম হাসান ।


     এই বিভাগের আরো খবর