,

শায়েস্তাগঞ্জে আটককৃত ২ মাদক ব্যাবসায়ীকে নিয়ে বিপাকে পুলিশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম গ্রাম থেকে আটক শীর্ষ মাদক ব্যবসায়ী রানু বেগম (২৫) ও তার সহযোগি রায়হান মিয়া (২০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে॥ তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। এদিকে রানু বেগমকে নিয়ে পুলিশ পড়ে বিপাকে। গতকাল শুক্রবার রানু বেগম ও রায়হানকে কোর্টে প্রেরণ করা হলে জিআরও এর কাছে গিয়ে জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষের লোকজন তাকে মারধোর করে পুলিশে সোপর্দ করে। এ সময় জিআরও তাকে রাখতে অনিহা প্রকাশ করে। তখন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেও শুরু হয় নানান অজুহাত। এদিকে কনস্টেবল সজিব আলীসহ দুই মহিলা কনস্টেবল রানুকে নিয়ে পড়েন বিপাকে। কর্তব্যরত ডাক্তার ত্রিলোক চাকমা জানান, গত বৃহস্পতিবার রাতে রানু বেগমকে পুলিশ নিয়ে এলে তাকে চিকিৎসা দিয়ে ব্যবস্থাপত্র সাথে দেয়া হয়। কিন্তু একই ব্যবস্থা দুইবার ইস্যু করার নিয়ম নেই। পরে রানু বেগমকে গতকাল বিকালে কোর্টে নিয়ে গেলে তাকে রেখে কারাগারে প্রেরণ করা হয়। রানু বেগম ওই গ্রামের আনোয়ার আলীর কন্যা ও রায়হান সদর উপজেলার শরীফাবাদ গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র। উল্লেখ্য রানু বেগম ও জানু বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছে। এ নিয়ে গতকাল ওই সময় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানু বেগম ও তার সহযোগি রায়হানকে আটক করলে অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


     এই বিভাগের আরো খবর