,

দশ বছর পর একসঙ্গে অভিনয় করলেন এটিএম শামসুজ্জামান ও মৌসুমী ॥

সময় ডেস্ক ॥ দশ বছর পর একসঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান ও নায়িকা মৌসুমী। হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে তারা এই দীর্ঘ সময় পর অভিনয় করছেন। দশ বছর আগে তারা দু’জন অভিনয় করেছিলেন সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লাবাড়ির বউ’ চলচ্চিত্রে। রাজধানীর অদূরে পূবাইলে ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটির শুটিং চলছে। এটিএম শামসুজ্জামান বলেন, ‘মৌসুমী এমনই একজন নায়িকা, চলচ্চিত্রে আসার পর থেকে দেখেছি তার ভেতরে যে ক্ষমতাটা ছিলো আজ পর্যন্ত কোন পরিচালকই সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। তার অভিনয় ক্ষমতা অত্যন্ত প্রখর। আমার বিশ্বাস হাবিবুল ইসলাম হাবিব সেটা কাজে লাগানোর চেষ্টা করছেন এবং আশা করি ভবিষ্যতে মৌসুমীকে আরো সুন্দর সুন্দর গল্পের চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ দিবেন সবাই। যাতে মৌসুমী তার অভিনয় ক্ষমতাকে কাজে লাগাতে পারে। শুধু তার সুন্দর মুখর্শী নয়, তার ভেতরের যে অভিনয় ক্ষমতা তাকেও কাজে লাগাতে হবে। তাতেই মৌসুমীর প্রতি সুবিচার হবে বলে আমি মনে করি।’ মৌসুমী বলেন, ‘এটিএম শামসুজ্জামান একজন অসাধারণ শিল্পী, এতোটুকু বললে কম বলা হবে। চলচ্চিত্রকে খুব ভালোবাসেন। সবসময়ই তার সঙ্গে আমার অভিনয় করতে ভালোলাগে। তিনি একজন সৃষ্টিশীল মানুষ। আমরা যারা চলচ্চিত্রে কাজ করি, তারা অনেক পেয়েছি তার কাছ থেকে। সুস্থ থাকলে হয়তো আরো অনেক কিছু পাবো। হাবিবুল ইসলাম হাবিবের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী। এটিএম শামসুজ্জামানের সঙ্গে একই চলচ্চিত্রে মৌসুমী প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রে। এরপর আরো বেশকিছু চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। এদিকে মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিলো ‘এক কাপ চা’। এরইমধ্যে তিনি শেষ করেছেন বেলাল আহমেদের ‘ভালোবাসবোই তো’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাজ। এছাড়া তার নির্দেশিত চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’র শুটিং চলছে।


     এই বিভাগের আরো খবর