,

বাহুবলে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

বাহুবল প্রতিনিধি ॥ “পুলিশই জনতা-জনতাই পুলিশ” শ্লোগানে বাহুবলে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস। এ উপলক্ষে বাহুবল মডেল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মোঃ আসকর আলীর সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর ও এসআই মফিদুল হকের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মোঃ রাসেলুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলী, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আফম উস্তার মিয়া তালুকদার, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, মনির খান, এলাইছ মিয়া, মানিক মিয়া, আমির খা, চান খা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হাই। গীতা পাঠ করেন পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য।


     এই বিভাগের আরো খবর