,

৫০ লক্ষাধিক টাকা পৌরকর আদায়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পানির বিল ও পৌরকর মেলায় ৫ দিনে পৌরকর আদায় হয়েছে ৫০ লাখের উপরে। গতকাল মঙ্গলবার ছিল মেলার শেষদিন। এর আগে ২৫ অক্টোবর দুদিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলা উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ। প্রথমদিন পৌরকর আদায় হয়
৩২ লক্ষ ৩৯ হাজার ৬ শ ৫৯ টাকা । দ্বিতীয় দিন মেলা শেষ হওয়ার কথা থাকলেও করদাতাগনের সুবিধার্থে সময়সীমা ৩ দিন বাড়িয়ে দেয়া হয়। ৫ দিন শেষে পৌরসভার মোট পৌরকর আদায় হয় ৫০ লাখ ১৯ হাজার ৯ শ ৪৫ টাকা।  প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত পৌরভবনের হলরুমে করআদায় ও ব্যাংক বুথের মাধ্যমে বিশেষ রিবেট সুবিধাদি দিয়ে পৌরভবনে পানির বিল ও পৌরকর  গ্রহন করা হয়।
Tax fair ends


     এই বিভাগের আরো খবর