,

নবীগঞ্জে জেএসসি ও জেডিসির প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জেও বুধবার সকাল থেকে শুরু হয়েছে জুনিয়র
স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। গতকাল বুধবার ১০ টা থেকে ১ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার মোট ৬ টি কেন্দ্রে জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার নবীগঞ্জ উপজেলায় জেএসসিতে ৪ হাজার ৩ শত ৭৫ জন, জেডিসিতে ১ হাজার ৪৫ জন, ভোকেশনালে ৫৪ জন পরীার্থী পরীায় অংশগ্রহন করে।  এছাড়া অনুপস্থিত ছিলেন, জেএসসিতে ৯৭ জন, জেডিসিতে ২৮ জন ও ভোকেশনালে ১ জন। কোন ধরণের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকল কেন্দ্রে পরীা অনুষ্ঠিত হয়। পরীা চলাকালে কেন্দ্রগুলো পৃথকভাবে পরিদর্শন করেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বশর লিমা, জে.কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। পরিদর্শনকালে তারা পরীক্ষার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।Nabiganj -2


     এই বিভাগের আরো খবর