,

নবীগঞ্জে ফুটারমাটিতে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যালঘু দিন মুজুরের উপর হামলা

Nironhon (Nabiganj)জসিম তালুকদার ॥ নবীগঞ্জের ফুটারমাটি গ্রামে এক প্রভাবশালী কর্তৃক  সংখ্যালঘু সংম্প্রদায়ের উপর আতর্কিত হামলায় দিনমুজুর গুরুতর আহত। গতকাল বৃহস্পতিবার সন্ধায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি
গ্রামের মৃত ক্ষেতকি সূত্রধরের পুত্র দিনমুজুর নিরঞ্জন সূত্রধর (৬০), কে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকার প্রভাবশালী আলীম উল্লাহর পুত্র শান্তি মিয়া। আহত দিনমুজুর নিরঞ্জন সূত্রধর জানায়, গতকাল বৃহস্পতি সন্ধা ৭ ঘটিকার সময় দিনমুজুর নিরঞ্জন সূত্রধর স্থানীয় বাংলাবাজার থেকে রিক্সা যোগে বাড়ী যাওয়ার পথে ফুটারমাটি গ্রামের স্থানীয় কবরস্থানের পার্শে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা শান্তি মিয়ার লোকজন তার উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে এলোপাতারি মারধর করে তার সাথে থাকা ২০,০০০/= (বিশ হাজার) টাকা ও জরুরী কাগজ পত্র জোরপূর্বক চিনিয়ে নিয়ে যায়। আহত দিনমুজুর নিরঞ্জন সূত্রধর এর সুর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এলাকাবাসী সুত্রে জানাযায়, আহত নিঞ্জন সূত্রধরের সাথে শান্তি মিয়ার দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল তার উপর হামলা চালায়।


     এই বিভাগের আরো খবর