,

হবিগঞ্জে জেল হত্যা দিবস পালিত ॥ ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে ॥ এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার1 হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ১৫ আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে নির্মমভাবে
যারা হত্যা করেছিল সেই খুনি মোস্তাক ও জিয়াউর রহমানরাই আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতে জেল হত্যার মত নৃশংসা হত্যাকান্ড ঘটিয়েছিল। মোস্তাক ও জিয়ার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনের পূর্বে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাবে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি বলেন, দলের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে। নিজেদের মধ্যে মত বিরোধ থাকতে পারে। লক্ষ্য রাখতে হবে এই বিরোধকে কাজে লাগিয়ে যাতে ষড়যন্ত্রকারীরা ফায়দা হাসিল না করতে পারে। মনে রাখতে হবে আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে উন্নত দেশে পরিণত করতে এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০-২১ বাস্তবায়নে সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক আকরাম আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আফিল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, প্রচার বিষয়ক সম্পাদক অনুপ কুমার দেব মনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, উপ-প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতর আলী, আওয়ামীলীগ নেতা মর্তুজা হাসান, শ্রমিক লীগ সভাপতি ফরিদ আহমেদ রাজু, কৃষক লীগ সাধারন সম্পাত হুমায়ুন কবির রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মহিবুর রহমান, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শেবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পদক বাবুল চৌধুরী, সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান কিবরিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ।


     এই বিভাগের আরো খবর