,

নূরপুর ইউপি আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত দেশে শান্তি প্রতিষ্ঠা হোক সেটা চায় না। এটা দেশবাসীর
কাছে বারবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত-বিএনপি সন্ত্রাস ও বোমাবাজির মাধ্যমে ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দিয়েছিল। এ সময় তিনি নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ  মুখলিছ মিয়াকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার আহবান জানান। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ জলফু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইসহাক আলী সেবনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ এবং নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, হাজী মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সদস্য শাহজাহান তালুকদার ও শাহাব উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট পারভীন আক্তার, শায়েস্তাগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাবেরা সুলতানা হেপী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফরিদ মিয়া, গিয়াস উদ্দিন মুখলিছ, আব্দুল কাদির আছাদ, অলি হোসেন লেচু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, মোঃ শাহাজাহান মিয়া, রিহাদ তালুকদার রতন, এনামুল হক সোহাগ, শামীম আহমেদ, সদস্য বদরুল তালুকদার বাদল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ ফখর”ল হামিদ, সহ-সভাপতি কামরুল হাসান রাসেল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন অপু, ময়না মিয়া তালুকদার, মুজিবুর রহমান উদয়, আবিদুর রহমান পাভেল, শেখ সোহানুর রহমান, শামীম আহমেদসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।2


     এই বিভাগের আরো খবর