,

নবীগঞ্জে ফুটবল ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে শতক সৈয়দাবাদ একাদশের বয়কট ॥ এলাকা জুড়ে তোলপাড়

মাঠে প্রতি বছরের ন্যায় ছয়মৌজা কর্তৃক আয়োজিত শাহ্ মুশকিল
আহসান নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে রেফারির সাথে খারাপ আচরণ করায় খেলোয়ারকে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে একদল মাঠ বয়কট করে চলে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ্ মুশকিল আহসান নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ এফসি ও শতক সৈয়দাবাদ একাদশ এর মধ্যকার ম্যাচের ২৫ মিনিটের মাথায় শতক সৈয়দাবাদ একাদশকে পিছনে ফেলে ১-০ গোলে এগিয়ে যায় ইনাতগঞ্জ এফসি। এর পরপর খেলা পুনরায় শুরু হলে শতক সৈয়দাবাদ নাইজেরিয়ান খেলোয়ার মাইকেল রেফারি আলী আকবর চৌধুরী মিন্টু’র সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে নাইজেরিয়ান খেলোয়ার মাইকেল রেফারিকে ধাক্কা দিলে আলী আকবর চৌধুরী মিন্টু তাকে লাল কার্ড দেখান। লাল কার্ড দেখানোর কারণে শতক সৈয়দাবাদ একাদশ মাঠ থেকে বের হয়ে যায়। এসময় হাজার হাজার দর্শকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর শতক সৈয়দাবাদ একাদশ মাঠে ফিরে না আসায় ইনাতগঞ্জ এফসি’কে বিজয়ী বলে ঘোষণা করা হয়। এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এবং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ। খেলা শেষে বিজয়ী দল হিসেবে ইনাতগঞ্জ এফসি অতিথিবৃন্দের হাত থেকে পুরষ্কার গ্রহণ করে। এ ব্যাপারে শাহ্ মুশকিল আহসান নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শতক গ্রামের শফিউল আলম বজলু অভিযোগ করে বলেন, আয়োজক কমিটির কোন টিম থাকবেনা বলে কথা ছিল কিন্তু তারা ইনাতগঞ্জ এফসি’র নাম দিয়ে টিম নিয়েছেন, এ ঘটনায় আমরা অবাক হয়েছি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে।23376527_1501326979960193_917334273377161263_n


     এই বিভাগের আরো খবর