,

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের দায়ের করা পৃথক ৪টি মামলায় জামিন পেয়েছেন ৬৬ জন বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মী। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এসব মামলার জামিন মঞ্জুর করেন। এ সময় আদালতে এডভোকেট রমিজ আলী ও এডভোকেট মিজানুর রহমানসহ হবিগঞ্জ বারের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। জামিনপ্রাপ্ত উল্লেখযোগ্য নেতারা হলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, বিএনপি নেতা মোতাব্বির হোসেন, উপজেলা জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারী সাংবাদিক জালাল উদ্দিন আখঞ্জী, মীরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.সামছুদ্দিন, লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি সাংবাদিক জাবেদ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আহাদ কাজল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহীন মিয়া, সিরাজুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক মোঃ জামাল উদ্দিন, আতাউর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মীর জামিলুন্নবী ফয়ছল, বাহুবল উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল হক চৌধুরী সানু, জামায়াত নেতা হাফেজ আব্দুর রকিব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসাইন মোঃ শামীম, উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদীন, সাংবাদিক এটিএম তামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, মীরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মিলাদ হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ হেলাল মিয়া, যুগ্ম-আহবায়ক সুমন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি আজহারুল ইসলাম মোয়াজ, মীরপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কবির মিয়া মেম্বার প্রমুখ। উল্লেখ্য, উপজেলার মীরপুরে গত ২৯ ডিসেম্বর ও ৫ জানুয়ারি পুলিশ-২০ দলীয় জোট নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ১৯ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কে বাসে অগ্নিসংযোগের ঘটনায় উল্লেখিতদের আসামী করে বাহুবল থানায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর