,

ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার॥ চুনারুঘাটে ৩টি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৩টি ফার্মেসী ব্যবসায়ীকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মৌলভীবাজারের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্ব (হবিগঞ্জ) মোঃ আল-আমিন এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, চুনারুঘাট বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে গুলজার মেডিসিন হলকে ৪ হাজার, শুয়েব ফার্মেসিকে ৩ হাজার ও মদিনা মেডিসিন ফার্মেসিকে সাড়ে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিকার আইন বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয় যেখানে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন চেয়ারম্যানগন উপস্থিত থেকে গুরুতপূর্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন। উক্ত সেমিনারের পর পরই অভিযান পরচিালিত হয়।


     এই বিভাগের আরো খবর