,

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান এমপি মজিদ খান কে পূনরায় নির্বাচন করার আহবান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিলাল নগর গ্রামে কৃষ্ণ কান্ত— দাসের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল
মজিদ খান এমপি । প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মার্কুলী টু পাহাড়পুর রাস্তা রাস্তা করে দিয়েছি আরও অনেক স্কুল কলেজ রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট  করে দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, আরও অনেক  মসজিদ মন্দির কবরস্থান শ্মশান  সহ অনেক উন্নয়ন করেছি আপনাদের অনেক দাবি দাবা পূরন করেছি, আপনাদের আরও অনেক দাবি আছে সেই দাবি গুলো পূরন করার জন্য আমাকে সময় ও সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, ১১৬ কোটি টাকা ব্যয়ে  আজমিরীগঞ্জবাসীর শত বছরের দাবি বানিয়াচং আজমিরীগঞ্জ রাস্তা শরীফ উদ্দিন সড়ক বাস্তবায়নের দারপ্রান্তে, আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই রাস্তার কাজ সমাপ্ত হবে । ৫০ কোটি টাকা ব্যয়ে  বানিয়াচং টু আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা রাস্তা আগামী ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করা সম্ভব হবে। ৫০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং নবীগঞ্জ সড়ক নিমার্ণ কাজ সমাপ্তের দিকে । বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া শিক্ষা ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন, ইতি মধ্যে আজমিরীগঞ্জ এ বি সি উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ ও বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ সরকারি করন করা হয়েছে । প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ে নির্মিত হয়েছে নতুন ভবন। মিয়া ধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ও অতিথি সত্তর চার তলা ভবন নির্মাণ করা হবে এছাড়া স্বাস্থ্য কূষি ও বিদ্যুৎ তে এসেছে ব্যাপক উন্নয়ন । জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগে সরকারের আমলে  সারাদেশের ন্যায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায়  সার্বিক বিষয়ে অভূতপূর্ন উন্নয়ন হয়েছে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে । তিনি আরও বলেন, আপনারা যেদিন থেকে ভোট দিয়ে আমাকে  এমপি বানিয়েছে সেদিন থেকে আপনাদের উন্নয়ন ও সূখে দুঃখ আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি । সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার নাম ভাঙিয়ে কেউ দালালি বাটপারী করার সুযোগ নাই। আপনি ভোট দিবেন আপনার প্রয়োজনে । আম গাছ  রোপন করলে আম ই পাওয়া যায় । কাঁঠাল আশা করা যায় না। ভোট ও আপনাদের হিসাব করে দিতে হবে । আমি কাউকে ভয় পেয়ে রাজনীতি করি না, টাকা বানানোর জন্য রাজনীতি করি না, আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আমি সাদামাটা ভাবে চলাফেরা করি কাউকে দমক দেওয়ার আমার অভ্যাস নেই এটা পারিবারিক শিক্ষা ।  আমি সাহসের পরীক্ষা তিন বার দিয়েছি , জাতীয় নেতা শহ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদী হয়েছি । সারা বাংলাদেশে যখন হেফাজত ইসলামের আন্দোলন তুঙ্গে ছিল তখন হবিগঞ্জে হেফাজত ইসলামের আন্দোলনকে দমন করার  জন্য সাহসী ভূমিকা নিয়ে হবিগঞ্জ বাসীকে দাঙ্গা হাঙ্গামা থেকে রক্ষা করেছি । আমি সৎ সাহস নিয়ে কাজ করি । সততা এবং মানুষের ভালবাসা ই আমার সম্পদ। উক্ত সভায় সভাপতিত্ব করেনঃ- ওয়ার্ড আওয়ামীলীগের বাবু কৃষ্ণ কান্ত দাস, পরিচালনায়  শিক্ষক প্রান কৃষ্ণ বৈষ্ণব । স্বগত বক্তব্য রাখেন কৃষ্ণ কান্ত দাস অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বাবু সুবল চন্দ দাস, আওয়ামী লীগ নেতা  বাবু রতি কান্ত দাস, পরিমল দাস, রানু চৌধুরী, ডাঃ ভানু আচার্য, সজল চৌধুরী, মঈন উদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা বিষ্ণু পদ দাস নৃপেশ, নীলেশ চক্রবর্তী, ডাঃ নিলেন্দু দাস, শিক্ষক  ব্রজলাল দাস, মিন্টু চৌধুরী,  অরবিন্দু বৈষ্ণব, কৌশিক রঞ্জন সরকার, প্রভাষক শংকর দাস,  প্রমুখ ।


     এই বিভাগের আরো খবর