,

“নবীগঞ্জে যুবলীগ নেতাকে হুমকী থানায় অভিযোগ দায়ের’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও অভিযোগ প্রত্যাহার

গত ৯ নভেম্বর ২০১৭ইং বৃহস্পতিবার দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্ঠায় নবীগঞ্জে যুবলীগ নেতাকে হুমকী থানায় অভিযোগ দায়ের শিরোনামে
প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যাহা সত্যের অপকলাফ মাত্র। প্রকৃত পক্ষে আমি মেহেরুন নেছা (বকুল)। আমার স্বত্ত দখলীয় ভূমি ২০১৬ ইং সনের অক্টোবর মাসে আমার পারিবারিক প্রয়োজনে বিক্রি করার ইচ্ছা পোষন করিলে আমার আপন চাচাতো বড় ভাই বজলু মিয়া উক্ত ভূমি ক্রয় করার ইচ্ছা ব্যক্ত করায়, আমরা উভয় পক্ষ আলাপ আলোচনা করে দাম নির্ধারন পূর্বক, আমি বায়নার টাকা গ্রহন করে আমার বজলু মিয়াকে উক্ত ভূমি সমজাইয়া দেই। তিনি সেখানে আধা-পাকা ঘর নির্মাণ করে ভুগ দখলে আছেন। বায়নার টাকা গ্রহণের সময় আমি উক্ত ভূমির কাগজাদী সঠিক করে রেজিস্ট্রি করে দেওয়ার পর বাদ বাকি টাকা গ্রহণ করিব বলিয়া অঙ্গিকার করি। উক্ত ভূমি এখনও রেজিস্ট্রি করে দেওয়া হয় নাই। গত কিছু দিন পূর্বে আমার তৃতীয় পুত্র যুবলীগ কর্মী সুমন মিয়ার সাথে আমার ভাই বজলু মিয়া, ফিরুজ মিয়া, ভাইপু বাবলু মিয়ার সহিত ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে আমার পুত্র সুমন আমার দস্তখত নিয়া নবীগঞ্জে নিয়ে আমার ভাই ও ভাইপুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। আমি বিষটি অবগত হয়ে নবীগঞ্জ থানার সাথে যোগাযোগ করে সত্য ঘটনা ব্যক্ত করে উক্ত অভিযোগ প্রত্যাহার করে আনি। আমার স্বউদ্যোগে পত্রিকায় নিজেই বিবৃতি প্রকাশ করিলাম।

নেহারুন নেছা বকুল
স্বামী-মৃতঃ ধন মিয়া,
সাং নহরপুর, নবীগঞ্জ-হবিগঞ্জ।
“নবীগঞ্জে যুবলীগ নেতাকে হুমকী থানায়
অভিযোগ দায়ের’ শিরোনামে প্রকাশিত
সংবাদের ব্যাখ্যা ও অভিযোগ প্রত্যাহার


     এই বিভাগের আরো খবর