,

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের মিরপুরে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার
ঘটনায় নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবার আহবানে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় ইউনিয়নের কাজিগঞ্জ বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তরা এমপি কেয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবার সভাপতিত্বে এবং নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নেতা মোঃ ইয়াকুব আলী ও সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ জাহির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন মিয়া, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উপ-প্রচার সম্পাদক সিতার আলী, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, সদস্য মালেক আহমদ রিপন। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি তখলিছ মিয়া, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবুল কালাম, ৪নং ওয়ার্ড সভাপতি জমসেদ আহমদ, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  আব্দুস সাফি, ৯নং ওয়ার্ড সভাপতি মুহিতুষ দাশ, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সালাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৈয়বুর রহমান, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুন নুর, বাজার কমিটির সাবেক সভাপতি আব্দাল মিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আফছর মিয়া, আওয়ামীলীগ নেতা নুরুল হক, আব্দুল হামিদ, আলফাছ মিয়া, হান্নান মিয়া, কাজল মিয়া, মোঃ ফিরুজ উদ্দিন, জুয়েল মিয়া, আগনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ, মফিল উদ্দিন, শাহ আলম, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ আজমল হোসেন, রেজাউল করিম, বিলাল মিয়া প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল কাজিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।


     এই বিভাগের আরো খবর