,

নবীগঞ্জে ভেজাল মসলা ব্যবসায়ী বিপুলের বিরুদ্ধে থানায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভেজাল মসলা ব্যবসায়ী বিপুল গোপের বিরুদ্ধে মামলা দায়ের। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের নিদের্শে মামলাটি
গত বুধবার দায়ের করেছেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী। এছাড়া থানায় জব্দকৃত মালামালের কিছু মসলা যাচাই বাচাই করার জন্য ঢাকা মহাখালি ফরেনসি রিপোটের জন্য প্রেরণ করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। গত সোমবার সকালে নবীগঞ্জ শহরের মধ্য বাজারে ভেজাল মসলা ব্যবসায়ী বিপুল গোপ তার গোদামে ঢোকানোর সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম ট্রাকটি আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে প্রায় ১ শত ৫০ বস্তা ভেজাল মসলাসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে, নবীগঞ্জ শহরের ভেজাল মসলা ব্যবসায়ী হালিতলা গ্রামের বাসিন্দা বিপুল গোপ দীর্ঘদিন ধরে শহরে ভেজাল মসলা, তেলসহ বিভিন্ন মালামালের আমদানি ও রপ্তানী করে আসছেন। বিপুল গোপ রাতারাতি আংগুল ফুলে কলাগাছ বনে যান। শহরে গড়ে তোলেন ভেজাল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রকাশ্যে এ সব ভেজাল মাল বিক্রি করেন বিপুল গোপ। তার এ সব অপকমের নেপথ্যে রয়েছে বড় বড় গডফাদার। গত সোমবার সকালে ভৈরব থেকে ত্রানবাহী লেখা একটি ট্রাক প্রায় দেড় শত বস্তা ভেজাল মসলা নিয়ে নবীগঞ্জ মধ্য বাজারস্থ তার গোদামে ঢোকানোর সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলমের নজরে পড়ে। তাৎক্ষনিকভাবে তিনি উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সাথে যোগাযোগ করে মালামালসহ ট্রাকটি জব্দ করেন। এ সময় বহু অপকর্মের হুতা বিপুল গোপ গা ঢাকা দেয়। খবর পেয়ে এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী উপস্থিত হন। এ সময় বিপুল গোপ’কে বাচাঁনোর জন্য অদৃশ্য শক্তিরা প্রাণপন চেষ্টা করে ব্যর্থ হন। পরে ট্রাক’সহ ভেজাল মসলা ভর্তি বস্তা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দোকানের মালিককে না পেয়ে দোকান ঘরটি তালাবদ্ধ করে সীলগালা করা হয়। পরে ব্যবসায়ী সমিতির জিম্মায় দোকান ঘরটি খোলে দেয়া হয়েছে। এ ব্যাপারে স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম জানান, উক্ত ভেজাল ব্যবসায়ী বিপুল গোপ’কে ধরার জন্য একাধিকবার চেষ্টা করেও সম্ভব হয়নি। গত সোমবার হাতেনাতে ভেজাল মসলার ভর্তি ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর নিদের্শে স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী বিপুল গোপ’কে আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজন ভেজাল ব্যবসায়ী বিপুল গোপকে গ্রেফতারের দাবী জানান।


     এই বিভাগের আরো খবর