,

হবিগঞ্জে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ওই সব হোটেলে স্কুল-কলেজের শিক্ষার্থীর জন্য ঘন্টা হিসেবে রোম ভাড়া দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে।
হোটেলগুলোর এক শ্রেণীর ম্যানেজার মালিকের অগোচরে শিক্ষার্থীদের সুযোগ করে দিয়ে এসব টাকা হাতিয়ে নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসান ও এএসআই কাওসার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকার হোটেল রেজায় অভিযান চালায়। এ সময় হোটেলের বিভিন্ন রোম থেকে ছাত্রদল কর্মীসহ ৪ জনকে আটক করে। পরে বিয়ে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তারা হল চুনারুঘাট উপজেলার কালেঙ্গা গ্রামের আব্দুর রশিদের পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সুহেল (২০), একই গ্রামের আবুল হোসেনের কন্যা একই কলেজের ছাত্রী জাহানারা (১৮) ও লাখাই উপজেলার করাব গ্রামের আব্দুল বারিকের পুত্র ছাত্রদল কর্মী সুমন মিয়া (২২) ও একই গ্রামের সামির উদ্দিনের কন্যা শারমিন আক্তার (১৮)। অভিযানকালে হোটেল ম্যানেজার শাহিন মিয়া পালিয়ে যায়। এদিকে রাতে আটক শিক্ষার্থীদের অভিভাবক এনে থানায় বিয়ে দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরে সিনেমা হল, কালিবাড়ি, চৌধুরীবাজারসহ বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। বিষয়টি পুলিশের নজরে এলে এ অভিযান চালানো হয়। এর আগেও কয়েকবার ওই হোটেলে অভিযান চালানো হয়। এ ব্যাপারে এসআই রকিবুল হাসান জানান, উভয়পক্ষকে বিয়ে দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর