,

নবীগঞ্জের বাজকাশারা গ্রামে চৌধুরী-টাইটেল নিয়ে উত্তেজনা ॥ ইউএনও বরাবর অভিযোগ

 স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির বাজকাশারা গ্রামের বাতির মিয়া চৌধুরীর পালিত সেবক সমাই উল্লাহর ছেলে জামাল উদ্দিনের পুত্র যথাক্রমে আলামীন, মোমিন, হারিছ, হাফিজ, শিহাব গংরা তাদের
নামের সাথে চৌধুরী টাইটেল ব্যবহার করায় এমনকি তাদের বিবাহের দাওয়াত কার্ডে নামের সাথে চৌধুরী যুক্ত করায় এলাকার জনমনে বিরোপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চৌধুরী বংশের লোক না হওয়া সত্বেও চৌধুরী টাইটেল ব্যবহার করায় এবং চৌধুরী বংশের সেবকের বংশধর হয়ে চৌধুরী টাইটেল ব্যবহার করে প্রতারনার আশ্রয় নেয়ায় এলাকার জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে প্রকৃত চৌধুরী বংশের লোকেরা এলাকার মুরব্বীদের নিকট বিচারপ্রার্থী হলে এলাকাবাসীর পক্ষ থেকে চৌধুরী বংশের সেবক ও ভুয়া চৌধুরী টাইটেলের দাবীদার জামাল উদ্দিনের পুত্রগনকে এলাকাবাসীর পক্ষ থেকে কিসের ভিত্তিতে তাদের নামের সাথে চৌধুরী টাইটেল যুক্ত করা হয়েছে জিজ্ঞাসা করা হলে, তারা  গ্রামের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরন করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে দাঙ্গা-হাঙ্গামাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর