,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০১৭ইং তারিখে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার শেষ পৃষ্ঠায় এবং দৈনিক বিবিয়ানা পত্রিকার ১ম পৃষ্ঠায় বাজকাশারা গ্রামে চৌধুরী টাইটেল নিয়ে উত্তেজনা ॥ অভিযোগ দায়ের শিরোনামসহ ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে আমাদের বংশের উপাধি সম্পর্কে মানহানিকর
তথ্য প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনা হলো একটি কু-চক্রী মহল আমাদের পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার পায়তারায়, ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে সংবাদটি প্রকাশ করিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা বংশ পরম-পরায় চৌধুরী টাইটেল ব্যবহার করে আসছি। যা ১৯৪০ সালের পাট চাষ নিয়ন্ত্রন আইনের ১০ ধারা অনুযায়ী নবীগঞ্জ উপজেলার বাশকাশারা গ্রামের বাতির চৌধুরীর পুত্র সমাই উল্লাহ’র নাম উল্লেখ্য রয়েছে। এছাড়া নিজ বাড়ির ফরসায় ভূমির মালিক জামাল উদ্দিন চৌধুরীসহ আমাদের পরিবার বর্গের ভোটার আইডি কার্ডসহ যাবতীয় দলিল-দস্তবেজে চৌধুরী টাইটেল উল্লেখ রয়েছে এবং সংবাদের একাংশে সেবক হিসেবে উল্লেখ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বটে। দলিল পত্রে প্রমাণিত আছে আমরা বংশ পরাম-পরায় বাতির চৌধুরী প্রকৃত বংশধর। তাই আমাদের চৌধুরী টাইটেল ব্যবহারে যাদের গা জ্বলে ধরে তারা এতদিন পর ঘুম থেকে জেগে উঠা রহস্যজনক। বৃটিশ আমল থেকে চৌধুরী টাইটেল ব্যবহারকারী একটি বংশের মান সম্মান নষ্ট করার জন্য একটি কু-চক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মাত্র। দীর্ঘ কয়েক যুগ ধরে চৌধুরী টাইটেল ব্যবহার করে আসছি যা এলাকাবাসী অবগত আছেন। তাই ওই কু-চক্রী মহলের উদ্দ্যেশ্যে বলতে চাই সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবেন না এতে নিজেরাই বুমেরাং হয়ে যাবেন। পরিশেষে আমি ষড়যন্ত্রকারীদের দ্বারা মিথ্যা অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
মো: শিহাব চৌধুরী
পিতা: জামাল উদ্দিন চৌধুরী
সাং বাশকাশারা
কুর্শি ইউপি, নবীগঞ্জ ।


     এই বিভাগের আরো খবর