,

যুব সমাজের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম আউটসোর্সিং

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে পোস্ট-ই সেন্টারের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
গতকাল রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সেন্টারের উদ্বোধন করে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, যুব সমাজের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম আউটসোর্সিং। এখন শুধুমাত্র একটা ল্যাপটপ থাকলেই ঘরে বসে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে প্রয়োজন শুধু ট্রেনিংয়ের। আর এ ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পর এবার পোস্ট-ই সেন্টার চালু হওয়াতে যুবক-যুবতিদের বড় একটি অংশ সেখানে কাজ করে নিজেকে স্বাবলম্বী হিসাবে তৈরি করছে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে আরো দক্ষ করে তুলতে প্রতিটি হাইস্কুলে পর্যায়ক্রমে একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দিচ্ছি আমরা। ফলে লেখাপড়া শেষ করে কাউকে আর চাকুরীর জন্য ঘুরতে হবে না। নিজের ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ পাবে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপস্থিত ছিলেন হবিগঞ্জ পোস্ট অফিসের পরিদর্শক মোঃ সামছুদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন পোস্ট ই সেন্টারের সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পইল ক্যাবল টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। পরে প্রধান অতিথি পোস্ট-ই সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর