,

নবীগঞ্জে নারী নির্যাতন মামলা করায় কলেজ ছাত্রীকে প্রাণ নাশের হুমকি আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এনাতাবাদ গ্রামের কলেজ ছাত্রী জোনাকি সুলতান একই গ্রামের ৫ জনের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করায় আসামীরা তাকে ক্রমাগত হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ
ব্যাপারে তিনি হবিগঞ্জ নির্বিহী ম্যাজেস্টিট আদালত-২ ফৌজদারি কার্য বিধির ১০৭/১১৪/১১৭ ধারায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন এনাতাবাদ গ্রামের সাইফুল খা, ফরিদ মিয়া, শাহিন আহমদ, হাফিজুর রহমান ও সোলেমান আহমদ এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত এফআইআর এর আদেশ দেন। উক্ত মামলায় আসামী বাবুল মিয়া ও আব্দলি মিয়া গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। এই আক্রোর্শে আসামীগণ তাকে বা তার পরিবারের লোকজনকে যেখানেই পাবে সেখানে আক্রমন করবে কিংবা বাড়ী ঘর আগুনে পুরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এছাড়া বাড়ীতে অবৈধ মালামাল রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে লোকমুখে প্রচার করছে। কলেজ ছাত্রী জোনাকি সুলতানা ও তার পরিবারকে খুন করে লাশ গুম করে ফেলবে বলে আসামীরা লোকমুখে প্রচার করছে। হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে ডিগ্রী ২য় বর্ষে অধ্যায়নরত জোনাকি সুলতানা আসামীগণ যাতে তার বা তার পরিবারের জানমালের কোন ক্ষতি করতে না পারে সেই মর্মে আশু ব্যবস্থা গ্রহনের প্রার্থনা জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর